Tuesday 26 July 2016

সালাউদ্দিন খান

সালাউদ্দিন খান
- ইমেল নাঈম

অন্যায়ের প্রাচীরের নিচে ডুবে যাওয়া একটি নাম
ভাবিনি এইভাবে দৃশ্যপট বদলে সামনে এসে দাঁড়াবে!
রোমাঞ্চকর প্রেক্ষাপট নেই, জয়পরাজয় নয় মুখ্য।
অপরাধের স্তূপের নিচে শায়িত মহানায়ক, বাড়িয়ে
বলছি না, অতীত মুছতে গেলে মুছে যাবে গল্পগুচ্ছ।

ইতিহাস পাঠ আজ অপঠিত থাকুক, অন্য হিসেবের
লেখা লিখবো ভিন্ন কোনো সময়ের আলিঙ্গনে।
বছরের মধ্যভাগে সন্ধ্যা পেরুলে ছুটে গেলেন...
গন্তব্য গুলশান, এরপরের অংশটুকু সবারই জানা,
মৃতদেহ কোনো কথা বলেনা, তার কোনো দাবী নেই।

ইশ্বরের প্রতিষ্ঠায় আয়োজন এই নিষ্ঠুর ধ্বংসলীলার
সংখ্যাগরিষ্ঠ ধর্মকে প্রতিষ্ঠাকল্পে মানুষ হত্যা জায়েজ,
এটি সম্ভবত একবিংশ শতাব্দীর বিশুদ্ধ বিনোদন।
নিঃসংকোচে আত্মাহুতিও দেয় স্বর্গ পাবার নেশায়
বায়বীয় জগতে ধর্ম'র ভুল ব্যাখ্যা একদম ফ্রি,
তার ফাঁকফোকরে হয় মগজধোলাই পর্বের মঞ্চায়ন।

আশঙ্কা নিয়ে ফিরে যাই প্রতিদিন, মৃত্যু মানে সমাপ্তি
নেই হতে পারে অনেক কিছু, মৃত্যুর মিছিল বাড়ছে
স্বর্গ থেকে
     ঈশ্বর হাসছেন,
             কাঁদছেন,
                    প্রলাপও বকছেন
                           অথচ নিজেকে প্রকাশে খুব অনীহা

উনি মিথোলজির চরিত্রের মতো বিনোদন খুঁজছেন
সালাউদ্দিনের রক্তে, অদূর ভবিষ্যতে আমাদের রক্তেও।

No comments:

Post a Comment