Friday 15 July 2016

মিকেল এঞ্জেলো

মিকেল এঞ্জেলো
- ইমেল নাঈম

জন্মের আগেই তুমি দেখে নিলে সবটা অন্ধকার
ধর্মীয় অনুশাসনের ঘোড়ায় চড়ে হবার কথা ছিলো
স্বর্গ বা নরকের অধিবাসী, তার আগের জীবনে
প্রেম নিয়ে বাঁচতে চেয়েছিলে আরো কয়েক যুগ।

তুমি বুঝতে শিখো নি আলো আঁধারে পার্থক্য...
জীবন যে রুঢ় বাস্তব, স্বার্থপরতার বৃত্তে আটকে
যাওয়া নষ্ট ফুলের আসর, তাও তোমার অজানা
থেকে গেলো, আমরা প্রত্যেকেই মেকী পৃথিবীর
স্বার্থপর আরব্য বেদুইন তাও রয়ে গেলো অধরা

মানবিক মানুষগুলোর জয়ী হবার গল্প নেই
পরাজিত হয়ে ফিরছে ইতিহাস প্রত্নতত্ত্ব খুঁড়ে
তুমি জানলে না কে করেছে হারাম পৃথিবীর আলো
নামের কারণেই পরোক্ষ আঘাতে প্রাণ ঝরে
গেলো অনেকের। অনেকে চলে গেলো একখণ্ড

কাপড়ের অভাবে, আর তুমি জানলে না,
জানার ক্ষমতাও হয় নি, দেখতে পেলে না আলো
অথচ অন্ধকার নেমে এলো পৃথিবী জুড়ে
তোমার মৃত্যুতে লেখা এপিটাফে ঘৃণার ইতিহাস
সভ্যতার উলঙ্গ মানচিত্রে দায়ভার নেই কারো!

No comments:

Post a Comment