Friday 22 July 2016

নাদিয়া বেনেদেত্তি

নাদিয়া বেনেদেত্তি
- ইমেল নাঈম

এমন একটি আঘাত বন্ধ করে দিতে পারে শিল্পের চাকা
পৃথিবীর সব দরজা উন্মুক্ত, খোলা নয় কিন্তু সব পথ
সবাই লাল সবুজ চিনেছে রঙবেরঙ পোশাকআশাকে
বিশ্ব পরিক্রমায় আপনি আমাদের সহকর্মী, বাণিজ্যিক
সীমারেখায় সবটা অর্থের মাপজোখের নিরিখে হয় না।

সাপ্তাহিক ছুটির দিন, ব্যস্ততাকে ছুটি দেয়ার অপেক্ষায়
সন্ধ্যা মানে শহরের রেস্তরাঁয় ইফতারির ভোজ উৎসব
বন্ধু আর সহকর্মীদের মাঝে সময়ের খানিক আলাপ
এরপর ইদ আয়োজনে শপিংমলের দোকানে দোকানে।

অভিজাত রেস্তরাঁ, খুব মানুষের ভিড় নেই, যারা আছেন
তারাও ব্যস্ত নিজেদের নিয়ে, ক্লান্তি শেষে ফিরবেন ঘরে
পালটে যায় সবকিছু, হঠাৎ শুরু হয় বিভীষিকা পর্ব
কেউ জানেনা দোষ ত্রুটি, পরে থাকে ক্ষতবিক্ষত শরীর
অস্ত্রের আঘাতে, শুধু বুঝতে পারছিলেন বদলেছে সময়

ঈশ্বরের নামে গণহত্যা, ঈমানী দায়িত্ববোধ। রক্তেমাখা
সময়ের পেগাসাসে চড়ে চলেছেন নাদিয়া বেনেদেত্তি।
তাঁর দেখা পেলে যুদ্ধ খেলার জয় পরাজয়ের হিসেব
খুঁজবেন না, শুধু চোখের দিকে কড়া দৃষ্টিতে তাকাবেন।

No comments:

Post a Comment