Thursday 21 July 2016

ক্লডিয়া মারিয়া দান্তানা

ক্লডিয়া মারিয়া দান্তানা
- ইমেল নাঈম

ওহ ক্লডিয়া, বুলেট টি যখন ছিঁড়ে ফুঁড়ে বেরোলো শরীর
ভেদ করে, কতটা যন্ত্রণা সহ্য করে তাকিয়েছিলে বলো তো?

তুমি বুঝতেই পারো নি, মৃত্যুর রূপ ঠিক মানুষের আদলে
প্রাণঘাতী বুলেট টি শরীর ছেদ করার আগ মুহূর্তেও কী
ভেবেছিলে ঈশ্বর পৃথিবীতে যত্ন করে নরক সাজিয়েছেন।

তুমি চলে গেলে, এরপর তোমার মুঠোফোন থেকে ছড়ালো
বীভৎস সব চিত্রকল্প, আঘাতের পর আঘাতে মৃত্যু এসে
কড়া নাড়ছিলো তোমার সহযাত্রীদের, তুমি তখনো হয়তো
ভাবছো, তোমার অপরাধ, বাকটুকু কেড়ে নিলো বুলেট,
কল্পনাশক্তি মিশে গেছে ধুলোয়, নৃশংসতা কেড়েছে স্বর।

ক্লডিয়া, ও ক্লডিয়া, তুমি জানলে না পৃথিবীর মানচিত্রজুড়ে
মানবিক মানুষেরা আরো অসহায় হয়ে গেছে, কোণঠাসা
হয়ে মুখের লাগাম টেনে ধরেছে, নানা বেশে মানুষ মরছে
বিনা কারণে, ক্ষমতা আর ধর্মের মোড়কে পৃথিবীজুড়ে রক্ত
ঝরছে, তোমার মতো তারা সবাই জানে না অপরাধটুকু...

পৃথিবীতে তিনভাগ জল আর একভাগ রক্তেলাল, এখানে
কোথায় খুঁজো ধর্ম, সাগরের কোথায় ভাসে পবিত্র ধ্বনি?

No comments:

Post a Comment