Thursday 7 July 2016

নটেবর

নটেবর
- ইমেল নাঈম

অদৃশ্যে ইশারা ফেলে দাও কল্পিত মানচিত্রের বুকে
আড়াল থেকে নাড়তে থাকো দুঃস্বপ্নের কলকাঠি
হুজুগের ভিড়ে কোনোদিন আসবে না তোমার নাম।
ধর্মের কাটাছেঁড়া শেষে তারা দোষ রটায় ধর্মেরই
নিজের ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয় শিখরের পরিণতি।

ওদিকে ঈশ্বর পাঠিয়ে দিচ্ছেন বিশাল যুদ্ধজাহাজ,
এসবের মাঝে কেউ কেউ খুঁজে পায় মলিন শ্বাস
ভাবতে থাকে সমস্যার সমাধান বুঝি ঘনিয়ে এলো
আরো এক ইশ্বর সবার অলক্ষ্যে হাসতে থাকেন।
আসলে ওনার কার্যক্রমে কেউ আঙুল তুলেন না

মুক্তমনের চোখ ধর্মের বৃত্তে আটকে গেছে, বাইরে
তাকানোর সময় পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না
বিশালাকৃতির সত্যকে। ধর্মপ্রিয় প্রাণ ধুঁকে মরছে
অস্তিত্বহীনতায়। নিজের ভিতরে সংকীর্ণতা বাসা
বাঁধছে পারিপার্শ্বিক চাপে। তারা সব বুঝেও চুপ...

তৃতীয় বিশ্ব আজো বলতে শেখে নি অনেক কথা
ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন আমাদের স্বপ্নদ্রষ্টা সুখ
দায়িত্ব এড়াতে এড়াতে নীরবে ঘটছে এই মুণ্ডুপাত
স্বস্তির নয়, নাভিশ্বাস জেগে উঠছে ওনার ইশারায়
আমরা মেনে নিয়ে পঞ্জিকায় কাটছি লাল দাগ...

এসব নিয়ে ঈশ্বর মাতেন ভিলেনের অট্টহাসিতে
নটেবর বাবু নিভৃতে পার পান এতো অপরাধের পর...

২৩ আষাঢ় ১৪২৩

No comments:

Post a Comment