Saturday 16 July 2016

ফায়াজ আয়াজ হোসেন

ফায়াজ আয়াজ হোসেন
- ইমেল নাঈম

বাংলায় মৃত্যু নিয়ে আসে কতো বিতর্ক, সামাজিক মাধ্যমে
যোগসূত্র বুঝতে বুঝতে দেখা মিলে অজস্র বোদ্ধার
মনগড়া মন্তব্য, সারাদিন নায়ক ভিলেনের কাল্পনিক
খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি সেই কবে!
তবুও ক্লান্তি নেই - হজম করে নিয়েছি পত্রিকার কলাম।

মহৎ বা অসৎ - আজ এই নিয়ে কোনো পরিকল্পনা নেই
মনের ঘরে আবাসন গড়তে পারে নি বিন্দুমাত্র সন্দেহ
মৃতদের নিয়ে বেশি গল্প করার নিয়ম নেই, মানতে পারি না
বন্ধুত্বের অধিকার নিয়ে পাশে থাকার গল্পটুকু অবিশ্বাস
করতে পারি না ঘটনাপ্রবাহ, আঘাতটাকে তো নয়ই!

দরকার কী ছিলো বন্ধুত্বের রেশ নিয়ে অতো টানাটানির
দেখা নাইবা হলে হয়তো বেঁচে যেতো তিনটি প্রাণ
বীভৎস মৃত্যু ডেকে নিয়ে আসলো তাদের এমন রাতে

আঘাতের পর আঘাতে জর্জরিত প্রাণ, ঈশ্বর অসহায়!
লুটিয়ে পরছে ফায়াজের দেহ, ক্ষতবিক্ষত শরীরে -
উনি নির্বিকার। দাবার শেষ চাল দেখার অপেক্ষায়
ধৈর্যসহ আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে পুরো জাতি।
একটু মুক্ত বাতাস, আর এক চিলতে আলোর আশায়।

আলো সেতো অনেক দূরের পথ, অন্ধকার ছুঁয়েছে কলম
মৃত্যু দেয় নি মুক্তি, দিয়ে গেলো অশুভ আশঙ্কার জন্ম চিহ্ন।

No comments:

Post a Comment